কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নে বিষ্ণপুরসহ চারটি পাড়ায় চাঁদা দাবীর পোস্টারিং এলাকা গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে।
সেখানে পরিদর্শনে গিয়ে উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ, কাহালু থানার ওসি মাহমুদ হাসান সবাইকে আশস্ত করেছেন প্রশাসন আপনাদের সাথে আছে। যারা আপনাদের আতঙ্কিত ও ভীতির মধ্যে রাখতে এই ধরনের পোস্টারিং করেছে তাদের সনাক্ত করে ধরার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ করছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার বিরোধীরা প্রশাসন ব্যাস্ত রাখার কৌশল হিসেবে করেছে কি-না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আতঙ্কিত হয়ে যারা সন্তানদের স্কুলে পাঠাচ্ছে না তাদেরকে বলা হয়েছে প্রশাসন আপনাদের পাশে রয়েছে নির্ভয়ে আপনাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন।
এদিকে বেশ কয়েকজন অভিভাবক দুর্বৃত্তদের দেওয়া আল্টিমেটামের কথা স্বরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানান। তাদের মতে পোস্টারিংংে উল্লেখ করা হয়েছে আগামী ৬ তারিখের মধ্যে দাবীকৃত চাঁদা না দিলে ছেলে-মেয়েরা হারিয়ে গেলে কিছু করার নেই। এই শঙ্কায় পোস্টারিং এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকলেও ৬ তারিখের বিষয়ে এখনো অনেকে আতঙ্কে রয়েছেন। বাচ্চাদের অভিভাবকরা ৬ তারিখের পরেও সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীকে রাখার অনুরোধ জানিয়েছেন।
কাহালু থানার ওসি জানিয়েছেন ইতিমধ্যে আটক তিনজনকে বগুড়ায় ডিবি কার্যালয়ে জিজ্ঞাসা করছেন ডিবি পুলিশ। তথ্য উদঘাটন হলে আপনাদের জানানো হবে।
Leave a Reply