কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বিভিন্ন অপরাধ মুলক কাজের সাথে জড়িত আলোচিত আতাউর রহমান আতাকে (২৭) ও মোঃ সবুজ হোসেনকে (২২) বার্মিজ চাকুসহ গ্রেফতার করেছে বগুড়ার কাহালু থানা পুলিশ।
গত রোববার রাত পোনে ১১ টার দিকে উপজেলার শিবাকলমা তিনমাথা ইট সলিং রাস্তার উপর থেকে আতাকে এবং রাত সাড়ে ১১ টার দিকে সবুজকে গ্রেফতার করা হয়। তাদের দুজনের শরীর তল্লাশঅ করে পাওয়া গেছে দুটি বার্মিজ চাকু। আতা উপজেলার শিবাকলমা গ্রামের আব্দুর রাজ্জাক সোনারের ছেলে এবং সবুজ কাহালু পৌর সদরের মৃত মুকুল হোসেনের পুত্র।
পুলিশ জানান, আতাউর রহমান আতা বিভিন্ন অপরাধ মুলক কাজের সাথে জড়িত। সম্প্রতি ইউপি মেম্বার আব্দুস সামাদকে তুলে নিয়ে গিয়ে বেদম মারপিট করার পর তাকে গ্রেফতারের দাবী উঠে জোড়ালোভাবে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, দুটি অস্ত্র আইন মামলাসহ আতার বিরুদ্ধে থানায় মোট ৬ টি মামলা রয়েছে।
Leave a Reply