মুনসুর রহমান তানসেন, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজের স্বাক্ষর জাল করে অন্য জেলার মহিলাকে জন্ম সনদ দেওয়ার অপরাধে পুলিশ উল্লেখিত ইউপি’র উদ্যোক্তা আঃ রহিম (৩০) কে গ্রেফতার করেছে। মোঃ আঃ রহিম কালাই কর্ণিপাড়ার মোঃ আব্দুল কাদেরের ছেলে।
কালাই ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ জানান, প্রায় ৬ বছর আগে তৎকালীন ইউএনও ও ইউপি চেয়ারম্যানের স্বাক্ষরে এই পরিষদে উদ্যোক্তা হিসেবে আঃ রহিম নিয়োগ পান। তখন থেকেই ইউনিয়নের ডিজিটাল সেন্টারের কাজকর্ম করে আসছেন তিনি।
গত বৃহস্পতিবার ইউএনও আমাকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন আমার ইউনিয়ন থেকে বাগেরহাট জেলার সদর উপজেলার ফতেপুর গ্রামের জনৈক শীলা আক্তার নামের এক মহিলাকে জন্ম সনদ কিভাবে দেওয়া হয়েছে। বিষয়টি অনুসন্ধান করে পাওয়া যায় এই অন্যায় কাজটি করেছে আমার ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। এই ঘটনা জানার পর তাকে ধরে পুলিশে সোপর্দ করে একটি মামলা করা হয়েছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল শুক্রবার দুপুরে ইউপি চেয়ারম্যান সবুজ উদ্যোক্তা আঃ রহিমকে ধরে এনে থানায় একটি মামলা দেন। ওই মামলায় গ্রেফতার করে রহিমকে আদালতে পাঠানো হয়।
Leave a Reply