কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ব্যাগের আঘাতে শাসন করার সময় ব্যাগে থাকা চাকুর আঘাতে শিশুকন্যা রাহিমুনি (৭) নিহত হয়েছে। এই ঘটনায় পুলিশ শিশুকন্যার পিতা আঃ রহিমকে (২৮) গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮ টার দিকে এই ঘটনা কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামে ঘটে। রহিম কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামের আঃ মালেকের পুত্র।
কাহালু থানার পুলিশ জানান, রাহিমুনি কাহালু একটি মাদ্রাসায় ১ম শ্রেণিতে পড়াশনা করে। ঘটনার দিন পড়াশনার জন্য পিতা আঃ রহিম তাকে শাসন করতে গিয়ে রাগের বশে একটি ব্যাগ দিয়ে আঘাত করে। ওই ব্যাগে থাকা চাকুর আঘাতে রাহিমুনি গুরুত্বরভাবে জখম হয়। এসময় তাকে প্রথমে কাহালু হাসপাতালে ও পরে বগুড়া মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম জানান, এই ঘটনায় পিতা আঃ রহিমকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply