কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে বাড়ির পানি যাওয়ার ড্রেন নিয়ে বিবাদের জেরে প্রতিপক্ষের লাটির আঘাতে হাতেম আলী (৮০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। গত শনিবার দুপুরে কাহালু উপজেলার সাতরুখা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ সাতরুখা গ্রামের মৃত সাফাতুল্ল্যার পুত্র।
এবিষয়ে শনিবার রাতে বৃদ্ধ হাতেম আলীর ছেলে আঃ হান্নান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিবরণে বলা হয় বাড়ির পানি যাওয়ার একটি ড্রেন নিয়ে স্থানীয় রফিকুলের সাথে বিবাদ চলছে। সেই বিবাদের জেরে ঘটনার দিন পরিকল্পিতভাবে লাটি দ্বারা বৃদ্ধ হাতেম আলীকে শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে । তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে মোবাইল ফোনে কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান, কাহালু থানার পুলিশ পরিদর্শক ফিরোজ ওয়াহিদকে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
পরে কাহালু থানার সিনিয়ার এস আই নাজমুল হককে ফোন করা হলে তিনি জানান, আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com