কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টিপাতে বিভিন্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসনে শনিবারমুরইল ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ।
পরিদর্শনের পর বগুড়া-নওগাঁ মহাসড়কের পোড়াপাড়া মেসার্স মুনসুর কোল্ড স্টোর হতে পশ্চিম দিকে সুবইল যাত্রাসুল অভিমুখে সরকারি নয়নজুলি খননের নির্দেশনা দেন তিনি। অবশেষে জনসাধারণের দুর্ভোগ কমাতে উল্লিখিত নয়নজুলির খনন কাজ শুরু হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আঃ জব্বার ও মুরইল ইউপি চেয়ারম্যান আঃ জলিল ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে এই খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ।
জানা গেছে, দীর্ঘদিন যাবত নয়নজুলি খনন না করার ফলে মুরইল ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ জলাবদ্ধতার কবলে পড়েন। রোপা আমন ধান চাষাবাদেও প্রতি বছর চাষিদেরকে নানা সমস্যায় পড়তে হয়। এছাড়াও কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে মাটি ভরাট করে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সকল দিক বিবেচনা করে সরকারি নয়নজুলি দখল মুক্ত করে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উল্লিখিত নয়নজুলির খনন কাজ শুরু করা হয়।
স্থানীয় জনসাধারণ জানান, এই নয়নজুলি খননের ফলে আমন চাষি থেকে শুরু করে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে।
Leave a Reply