কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার (৩১) জুলাই কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী দিনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী দিনে প্রথমেই বের করা হয় বর্ণাঢ্য র্যালী এবং র্যালীশেষে উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেরিনা আফরোজ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি এ. কে. এম. রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
আমন্ত্রিত অতিথি ছিলেন কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ (সুমন), মোছাঃ আছমা বেগম, জাতীয় স্বর্ণ ও রৌপ্যপদক প্রাপ্ত রেনু-পোনা উৎপাদনকারী আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা মোঃ নূরনবী ও অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রাইহাতুন নাহার।
Leave a Reply