কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে গতকাল শনিবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে সরকারি দায়িত্ব পালনকালে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু পদক প্রদান অনুষ্ঠান উপজেলা হলরুলে প্রজেক্টরের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের দেখানো হয়।
অত্র উপজেলায় অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভার সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। বিশেষ অতিথি ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ মো. আমবার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কাহালু প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনসুর রহমান তানসেন, উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো. মাহবুব হাসান চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস ছালেক তোতা, কাহালু প্রেস ক্লাবের সভাপতি ইউনুছ আলী টনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, সাংবাদিক সাইফুল ইসলাম, মাহবুব আলম, প্রভাষক শাহাবুদ্দিন, নুরুল ইসলাম শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply