কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল রোববার কাহালু মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, মৎস্য চাষে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরুস্কার প্রদান অনুষ্ঠা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, জাতীয় স্বর্ণ ও রৌপ পদকপ্রাপ্ত মাছচাষি আলহাজ্ব শফিকুল ইসলাম, উপজেলা কুষি অফিসার ময়নুল হক সরকার, উপজেলা প্রাণি সম্পাদক অফিসার মাহমুবুর রহমান চৌধুরী, উপজেলা রেনু উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রাইহাতুন নাহার।
Leave a Reply