কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত শনিবার রাতে বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চায় গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৬ আগস্ট গোপন বৈঠককালে তিনজন জামায়াত-শিবির কর্মীকে বাঁশের লাটি, ককটেলসহ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। ওই সময়ের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছিলো। সেখানকার গোপন বৈঠকে দেশবিরোধী ষড়যন্ত্র করার সময় গ্রেফতারকৃত এই ১৩ জনও ছিলেন বলে পুলিশ তথ্য প্রমান পেয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মাগুড়া দক্ষিণপাড়ার দুদু মন্ডলের পুত্র মোঃ বাবলু হোসেন ((৫০), বড়পুকুরিয়া গ্রামের মোজাহার আলীর পুত্র রুহুল আমিন (৪৫) সিন্দুরাইল গ্রামের সাহাবুদ্দিনের পুত্র শহিবুজ্জামান (৪৫), বড়পুকুরিয়া গ্রামের হাসেন আলীর পুত্র শাহ আলম (৪৫), মাগুড়ার দিলবর মন্ডলের পুত্র মোঃ সুলতান (৪০), আজাহার আলীর পুত্র আবুল কাশেম ((৩৮), বড়পুকুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মোঃ আফছার আলী (৪০), শাজাহানপুর উপজেলার আশেকপুর গ্রামের আঃ রাজ্জাকের পুত্র মোঃ মাসুদ রানা(৩৮)জাহিদুরের পুত্র মোঃ সজিব উদ্দিন (৩৫), তারা মানিকের পুত্র মোঃ ছাফেল হোসেন (২৯), মোঃ সাব্বির হোসেন (৩২), জাহিদুর রহমানের পুত্র মোঃ আঃ করিম ((৩০), নিশ্চিন্তপুরের আঃ হান্নানের পুত্র মোঃ রবিউল ইসলাম (৩১)।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান জানান, গ্রেফতারকৃত সকলেই জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com