কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ অভিযানে বগুড়া জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ তায়েব আলীসহ ৯ জন গ্রেফতারী পরোয়ানা মুলে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুজন সাজাপ্রাপ্ত এবং ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো। কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, মাও তায়েব আলীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় নাশকতা মামলা রয়েছে। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী পাবহারা গ্রামের গহর আলীর ছেলে শাহিন আলম ও পালপাড়া গ্রামের মৃত হারেজ আলীর স্ত্রী ছালিমাসহ আরও ৬ জনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com