কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত সোমবার রাত সোয়া ১০ টার দিকে কাহালু উপজেলার অঘোর মালঞ্চা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ জুয়ার আসর থেকে মোট চারজনকে গ্রেফতার করে। জুয়ার বোড থেকে উদ্ধার করা হয় ১৭ হাজার ৩৮০ টাকা ও জুয়া খেলার তাস।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার অঘোর মালঞ্চা গ্রামের মৃত ফরিদ সরকারের পুত্র মোঃ সাইফুল সরকার (৪০) ইউনুছ আলীর পুত্র মোঃ নজরুল ইসলাম (৩৬), মৃত তবিবর রহমানের পুত্র মোঃ আনিছার রহমান (৫৮) ও মোঃ বাচ্চুর পুত্র এমদাদুল হক (২৬)।
কাহালু থানার অফিসার ইনচার্জ জানান, জুয়ার আসর থেকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply