কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত রোববার রাতে বগুড়ার কাহালু উপজেলার লক্ষিপুর এলাকায় জুয়ার আসর থেকে নগদ টাকা, জুয়ার সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে গ্রেফতারকৃত তিনজন ও জুয়ার আসর থেকে পালিয়ে যাওয়া নয়জনসহ মোট ১২ জনকে আসামী করে এই ঘটনার একটি মামলা করা হয়েছে। জুয়ার আসর থেকে গ্রেফতারকৃতরা হলেন লক্ষিপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র মোঃ আব্দুল আলিম (৪৫), মৃত আব্দুস সাত্তারের পুত্র নজরুল ইসলাম (৩৭) ও কোরবান আলীর পুত্র মোঃ রুবেল (২৪)।
কাহালু থানার এস আই খোকন চন্দ্র জানান, জুয়ার আসর থেকে নগদ ৪ হাজার ১৫০ টাকা, জুয়ার খেলার সরঞ্জামসহ তিনজন জুয়ারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর জুয়া খেলার সাথে জড়িত আরও নয়জনকে আসামী করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com