কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার বাদ যোহর কাহালু পৌর সদরের উলট্ট ঈদগাহ মাঠে বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নুর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে উলট্ট পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার জানাযায় শরিক হন বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরু, কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আঃ মান্নান, পৌর মেয়র আঃ মান্নানসহ বিভিন œরাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লী বৃন্দ।
জানা গেছে তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন। গত রবিবার রাতে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সজিমেক হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু স্বপরিবারে হত্যার পরবর্তী সময়ে মুনসুর রহমান মুন্ন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা কৃষকলীগের সভাপতি দায়িত্ব পালন করেছেন।
তিনি মৃত্যুর আগ পর্যন্ত বগুড়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন।
Leave a Reply