কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় পিতা- শিশুকন্যা ও অটোভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার ( ২৮ ডিসেম্বর) বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট বেতার কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
কাহালু থানা পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুকন্যা হুমায়রাকে একটি মাদ্রাসায় ভর্তির জন্য পিতা-মাতা ভাগদবরা থেকে দরগাহাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে একটি অজ্ঞাত নামা ট্রাক অটোভ্যানকে ধাক্কা দিলে ঐ ভ্যানে থাকা স্বামী-স্ত্রী, শিশুকন্যা ও চালক ছিটকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হন।
আহতদের কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর পর্যায়ক্রমে ভ্যানযাত্রী ফারুক হোসেন (৪০), তাঁর শিশুকন্যা হুমায়রা (৭) ও ভ্যান চালক শাহিনুর ইসলাম ( ৪৫) মারা যান। এই ভ্যানে থাকা ফারুকের স্ত্রী জুলেখা বেগম (৩৫) বেঁচে থাকলেও আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ফারুক উপজেলার মুরইল ইউনিয়নের ভাগদুবরা গ্রামের রিয়াজুলের পুত্র এবং ভ্যান চালক শাহিনুর নারহট্ট ইউনিয়নের বোরাইল গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র।
কাহালুু থানার ওসি মোঃ শাহীনুজ্জামান ও কাহালু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply