কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় এবার প্রাণ গেলো মোঃ জালাল উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধের। সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বগুড়া নওগাঁ-মহাসড়কের উপজেলার মুরইল ইউনিয়নের কাটনাহার মোর্সস নিউ এস এ মেটাল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানান, ঘটনার দিন উপজেলার রোস্তম চাপড় গ্রামের মৃত আমির উদ্দিন ফকিরের পুত্র জালাম উদ্দিন ফকির একটি রাইস মিলে ধান ভেঙ্গে বাইসাইকেলে বস্তা তুলে নিয়ে বাড়ি ফিরছিলেন।
কাটনাহার সংযোগ সড়ক থেকে বগুড়া-নওগাঁ মহাসড়কে উঠা মাত্রই বগুড়া হতে নওগাঁগামী একটি অঞ্জাত ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যান। খবর পেয়ে কাহালু থানার এস আই মোঃ জসিম উদ্দিন, সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, বগুড়া-নওগাঁ মহাসড়কে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে একের পর এক দুর্ঘটনা। রাস্তা পারাপার এবং যানবাহনের সংঘষে মারা প্রাণ ঝড়ছে অনেক মানুষের।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com