কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু রেল স্টেশনে নাইন্টিন আপ সান্তাহারগামী ট্রেন দুই নম্বর লাইনে নেওয়ার সময় চাকার উপরের যন্ত্রাংশ টায়ার ভেঙ্গে একটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে স্টেশনের পশ্চিম দিকে তিন নম্বর রেল ক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, ট্রেনের লাইনচ্যুত হওয়ার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটির মাঝখান থেকে একটি বগি লাইনচ্যুত হওয়ার কারনে ওই বগি দুই নম্বর লাইনে রেখেই বাঁকী বগিগুলো দুটি ইঞ্জিল লাগিয়ে কেটে নিয়ে এক নম্বর মেইন লাইনে এনে জোড়া দিয়ে আবার দুই নম্বর লাইন রেখে দেওয়া হয়।
যারফলে নাইন্টিন আপ ট্রেন থাকা যাত্রী বিরম্বনার শিকার হয়ে অনেকে অন্য পথে নিজ নিজ গন্তব্যে যেতে দেখা গেছে। আবার কেউ কেউ ওই ট্রেনই বসে রয়েছেন। এদিকে এখানে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে এই লাইনে প্রায় দুই ঘন্টা কোনো ট্রেন চলাচল করতে দেখা যায়নি।
কাহালু স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম জানান, ঢাকাগামী আন্তঃনগর ট্রেন লালমুনিরহাট ও দোলনচাপা এক্সপ্রেস অপেক্ষামান থাকায় ট্রেন দুটির লাইন ক্লিয়ার দেওয়ার জন্য মেইন লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে। দুই নম্বর থেকে লাইনচ্যুত বগি মেরামত ও উঠানোর আগ পর্যন্ত শুধুমাত্র মেইন লাইনে ট্রেন চলাচল করবে। তবে এখানে আপাতত কোনো ট্রেন ক্রসিং করা যাবেনা। দুই নম্বর লাইন ক্লিয়ার হওয়ার পর এখানে ট্রেন ক্রসিং করা যাবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com