কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ঢাকা থেকে লালমুনিহাটগামী আন্তঃনগর ট্রেনে কেটে অজ্ঞাত (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে কাহালু উপজেলার বেলঘরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বগুড়া জিআরপি (পুলিশ) সূত্র জানান, অজ্ঞাত এই ব্যক্তির পরনে ছিল একটি জিন্স প্যান্ট ও গায়ে ছিল একটি গেঞ্জি। তিনি কীভাবে উল্লিখিত স্থানে গেলেন সেই তথ্য এবং তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
বগুড়া জিআরপি (পুলিশ) ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অজ্ঞাত ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply