কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ২০১৯ সালে জয়পুরহাট জেলার পাঁচবিবিতে ডাকাতির ঘটনায় জড়িত আসামী জিয়ারুল মোল্লা জিয়া (৩০) কে গতকাল দুপুরে কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। জিয়ারুল উপজেলার বড় ভাদাহার গ্রামের অহেদ আলী মোল্লার পুত্র। কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্ল্যাহ আল মামুন জানান, জিয়ারুলের বিরুদ্ধে ২০১৯ সালে পাঁচবিবি থানায় একটি ডাকাতি মামলা হয়। সেই মামলা বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ার পর থেকে সে আতœগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে অন্য থানায় আরও কোন মামলা আছে কি-না তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com