কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার কাহালু উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে তিনজন দরিদ্র মহিলাকে পুনর্বাসনের জন্য ২৫ হাজার টাকার মালামালসহ দোকান স্টল প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ আনুষ্ঠানিকভাবে মালামালসহ দোকান স্টল প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আবিদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। দোকান স্টল যারা পেলেন জয়তুল গ্রামের মোছাঃ অবিরন বেগম, পাইকড় দক্ষিণপাড়ার মোছাঃ রহেদা বিবি ও কল্যাণপুর গ্রামের সুমলা বালা।
উল্লেখ যে, যারা দোকান স্টল পেলেন তাদের ভরসপোষণের জন্য সামথ্যবান কেউ নেই। যারাফলে তারা যেন ভিক্ষা বৃত্তি’র পথে না যান সেই জন্য তাদেরকে মালামালসহ দোকান স্টল প্রদান করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com