কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বগুড়ার কাহালু উপজেলা চত্বরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি এ, কে, এম রেজাউল করিম তানসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সবুজ কুমার বসাক, কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ আব্দুল মান্নান, উপজেলা জসদের সভাপতি আশরাফ আলী খান আজাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাকিব হাসান ও উপসহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার রায়।উল্লেখ্য যে, মেলায় বসানো কৃষি প্রযুক্তি’র বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com