কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত¡রে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌস।
প্রধান অতিথি ছিলেন কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি এ, কে, এম রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথি ছিলেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মতলুবর রহমান বিপিএএ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার রায়।
উল্লেখ্য যে, কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী পর্বশেষে প্রায় ১০০ জনের মধ্যে বিভিন্ন বৃক্ষচারা বিতরণ করা হয়। এছাড়াও কৃষি প্রযুক্তির বিষয়ে মানুষ উদ্বুদ্ধ করতে মেলায় মোট ১৪ টি স্টল বসানো হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com