কাহালু ( বগুড়া) প্রতিনিধিঃ “সেবা উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার ” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে গতকাল রোববার বগুড়ার কাহালুতে তিনদিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে ফেলার উদ্বোধন, আলোচনা এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠান কর্তৃক তাৎক্ষণিক কিছু সেবা প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এ, কে, এম রেজাউল করিম তানসেন এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply