কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় শীতের তীব্রতায় কাহিল হয়ে পড়ছেন মানুষজন। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। শীতের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। গত কয়েকদিন ধরেই উপজেলায় হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে এই জনপদ। দুপুর বেলা একটু সুর্যের দেখা মিললেও কিছুক্ষণ পর আবার ঘন কুয়াশায় সবকিছু সুর্যের আলো আর চোখে পড়েনা। শীতের কারণে জরুরী প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকেই বের হয়না। কমে গেছে উপজেলা সদরে মানুষের কোলাহল। সন্ধ্যার পরে রাস্তা-ঘাট ও জনবহল এলাকাগুলোও অনেকটা ফাঁকা হয়ে যায়। সবচেয়ে কষ্ট বেড়েছে দিনমজুর , শ্রমিক, রিক্সা-ভ্যান চালক ও নি¤œ আয়ের মানুষদের। জীবন-জীবিকার ত্যাগিদেই তাঁরা কনকনে শীতের মধ্যেই বেড়িয়ে পড়ছেন কাজের জন্য। শীত নিবারণের জন্য ইতিমধ্যে সরকারিভাবে গরীব-দুঃখী মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়। যারফলে প্রতিদিনই গরীব-দুঃখী মানুষরা সরকারিভাবে দেওয়া কম্বল নেওয়ার জন্য ছুঁটে আসছেন উপজেলায়।
Leave a Reply