কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে আমভর্তি দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক আলতাফ হোসেন(৪৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক ট্রাকের চালক আজমল হোসেন (৩৫) ও হেলপার রাসেদ (১৫)।
রোববার (২৯ জুন) সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের বিবিরপুকুর বাজারের পশ্চিমে এই গটনা ঘটে।
পুলিশ সূত্র জানান, ঘটনার দিন বগুড়াগামী ও নওগাঁগামী আমভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার হেইননগর গ্রামের নুসুম উদ্দিন বেপারীর পুত্র ট্রাক চালক আলতাফ হোসেন। এছাড়াও আহত হয়েছেন বিপরীতমুখী আসা ট্রাকের চালক আজমল হোসেন ও হেলপার রাসেদ।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
Leave a Reply