কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু সিদ্দিকিয়া সিনিয়ার কামিল মাদ্রাসা কেন্দ্রে অসৎ পথ অবলম্বন করে পরীক্ষায় অংশ নেয়ার দায়ে দুজন দাখিল পরীক্ষার্থীকে বহিস্কার করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব।
জানা গেছে, উপজেলার পাইকড় শাহ জামালিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী ও হাটপুকুর দাখিল মাদ্রাসার এক শিক্ষার্থী কাহালু সিদ্দিকিয়া সিনিয়ার কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণিত পরীক্ষা চলাকালীন সময়ে ঐ দুই পরীক্ষার্থীর পকেটে নকল পাওয়ার অপরাধে, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কাওছার হাবীব তাদের দুজনকে বহিস্কার করেন।
কাহালু সিদ্দিকিয়া সিনিয়ার কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ,বি, এম, হাফিজুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দুই পরীক্ষার্থী বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply