কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু থিয়েটারের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গত রোববার রাত সাড়ে ৮টা থেকে উপজেলা অডিটোরিয়াম শুরু হয়েছে দুই বাংলার নাট্যোৎসব। ইতিমধ্যে কাহালুতে রোববার সন্ধ্যায় দুটি ও সোমবার একটি ভারতীয় নাট্যদল পৌছেছে। কাহালুতে আসা নাট্যদলগুলোর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল আরোহী থিয়েটার, হুগলি বাঁশবেড়িয়া সন্ধ্যাভারতী ও কোলকাতা ঢাকুরিয়া চন্দ্রদ্বীপ থিয়েটার। আজ মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার আতপুর জাগৃতি নাট্যদল আসার কথা রয়েছে। গতকাল রোববার বগুড়া শংসপ্তক থিয়েটারের পরিবেশনায় ভাগীরতীর ভাগ্যরত নাটক দিয়ে দুই বাংলার নাট্যোৎসবের শুভ সুচনা করা হয়। সোমবার থেকে বুধবার পর্যন্ত পর্যায়ক্রমে ব্যান্ডেল আরোহী থিয়েটারের পরিবেশনায় রাত কত হলো, ঢাকুরিয়া চন্দ্রদ্বীপ থিয়েটারের পরিবেশনায় অস্তরাগ, বাঁশ বেড়িয়া থিয়েটারের পরিবেশনায় বিকলাঙ্গ কে? ও আতপুর জাগৃতির পরিবেশনায় ছায়া নাটক মঞ্চায়িত হবে
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com