কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে এক হ্যাচারী মালিকের ৫০ হাজার ও মাছের এক খাদ্য ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে স্থানীয় প্রশাসন। গত মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কাওছার হাবীব এঁর নেতৃত্বে এই অভিযান চলে।
জানা গেছে, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর নবীকে নিয়ে বিভিন্ন হ্যাচারী ও মাছের খাদ্যের দোকানে অভিযান চালানো হয়। এসময় নারহট্ট এলাকায় অবস্থিত একটি হ্যাচারীর লাইসেন্স নবায়ন না করার অপরাধে হ্যাচারী মালিক নয়ন মন্ডলের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে দরগাহাট এলাকায় এক মাছের খাদ্যের দোকানের কোনো লাইসেন্স না পাওয়ায় ওই দোকান মালিক মিজানুর রহমানের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্র উল্লিখিত দুই ব্যবসায়ীর জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com