কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে শিশুদের অপহরণের হুমকি দিয়ে চাঁদা দাবী, অটোচালক ইসমাইল হোসেন (৪৫) ও অটোচালক জাহাঙ্গীর আলম (৪৫) খুনের ঘটনার রহস্য এখনো উদঘাটন হয়নি।
পুলিশ ও গোয়েদা সংস্থার একাধিক টিম তথ্য উদঘাটনে কাজ শুরু করলেও অপরাধীদের সনাক্ত করতে পারেনি। এক মাসের মধ্যে ঘটে যাওয়া এই তিনটি ঘটনা খুবই আলোচিত হয়েছে। আজ থেকে প্রায় ২৬ দিন আগে শিশুদের অপরহরণের হুমকি দিয়ে চাঁদা দাবী করে উপজেলার মুরইল ইউনিয়নের বিষ্ণপুর এলাকার প্রায় চারটি পাড়ায় প্রায় ৩০০ বাড়িতে পোস্টারিং করে দুর্বৃত্তরা।
এই ঘটনার কয়েকদিনের মাথায় উপজেলার দলগাড়া এলাকা থেকে পুলিশ উদ্ধার করে অটোচালক ইসমাইলের লাশ। সুরতহাল রিপোর্টে দেখা গেছে তার গলায় ছুরিকাঘাটের চিহৃ। এই ঘটনার একদিন পর উপজেলার পিঁপড়া এলাকায় নাগর নদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটোচালক জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে পুলিশ।
বিশেষ করে চাঁদা দাবীর পোস্টারিং ঘটনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম তথ্য উদঘাটনে খুবই তৎপর হলেও আজ সেই তথ্য উদঘাটন হয়নি। ঘটনার সাথে জড়িত কাউকে সনাক্ত ও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অটোচালক ইসমাইল ও জাহাঙ্গীর হত্যা মামলায় থানায় থানায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলেও তাদের কাছ থেকে পুলিশ কোনই তথ্য পায়নি।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান জানান, এই তিনটি আলোচিত ঘটনার রহস্য উদঘাটনে আন্তরিকভাবে চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোন ক্লু পাওয়া যায়নি। এই তিনটি ঘটনার রহস্য উদঘাটনে খুবই গুরুত্ব দিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com