কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পল্লী উন্নয়ন ভবনের হল রুমে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে ৮ টি স্কুল ও দ্বিতীয় রাউন্ডে বিজয়ী ৪ টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় রাউন্ড শেষে চুরান্ত প্রতিযোগিতার জন্য টিকে যায় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক পিএম মাকছুদুর রহমান মাসুদ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রিফাত আরা খানম, শিক্ষক মোহাম্মাদ আব্দুর রউফ হোসেন ও শিক্ষিকা খায়রুন নাহার খেয়া।
Leave a Reply