কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে সুকনা খাবার বিতরণ করা হয়। উপজেলা অডিটোরিয়াম হলে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি এ, কে, এম রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি ডাঃ আব্দুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশন আরা। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল শিক্ষিকা খায়রুন নাহার খেয়া।
Leave a Reply