কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার জন্য বগুড়ার কাহালু উপজেলার ৩৩ টি পূজা মন্ডবের জন্য সরকারিভাবে সাড়ে ১৬ মেঃটন চাল বরাদ্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা হলরুমে পূজা মন্ডবগুলোর সভাপতি/সম্পাদকের কাছে বরাদ্দকৃত চালের ডিও প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ জব্বার, উপজেলা পূজা উদযান পরিষদের সভাপতি অঞ্জন কুমারসহ বিভিন্ন পূজা মন্ডবের নেতৃবৃন্দ।
এদিকে উপজেলা চেয়ারম্যান তার ব্যক্তিগত তহবিল থেকে ৩৩ টি পূজা মন্ডবে আর্থিক অনুদান প্রদান করেন। অপরদিকে কাহালু পল্লী উন্নয়ন ভবনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মান্নান ৩৩ টি পূজা মন্ডবে ব্যক্তিগতভাবে অনুদান প্রদান করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com