কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আজ সোমবার কাহালু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কাহালু তাইন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে ”পরিবারের ভ‚মিকাই মুূখ্য”, ”তথ্য প্রযুক্তির সর্বাত্ম ব্যবহারইপারে দুর্নীতি মুক্ত দেশ গড়তে” ও ”প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়”। প্রতিযোগিতায় কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী ও কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় রানা আপ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী, রানার আপ ও শ্রেষ্ঠ বক্তাকে ক্রেষ্ট প্রদান করা হয়।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক মাকছুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।
প্রতিযোগিতার বিচারক মন্ডলী ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার রিফাত আরা খানম, কাহালু সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক নাজমুন আক্তার, কাহালু সরকরি মডেলা উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক মোহাম্মদ আব্দুর রউফ হোসেন ও নারহট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা খায়রুন নাহার খেয়া।
Leave a Reply