কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে দেড় হাজার পিচ নেশা জাতীয় টেপেন্টাডল ট্যাবলেটনসহ পুলিশ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খিয়ার ভুগইল গ্রামে নিজ বাড়ি থেকে শহিদুল ইসলাম (২৪) ও ওইদিন সকাল ৬ টায় উপজেলার দামগাড়া এলাকা থেকে কামরুজ্জামান (৪৩) কে গ্রেফতার করা হয়। শহিদুল উপজেলার খিয়ার ভুগইল গ্রামের মৃত হুজুর আলীর পুত্র এবং কামরুজ্জামান দামগাড়ার মৃত আঃ হামিদের পুত্র।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, শহিদুলের কাছে ১ হাজার পিচ ও কামরুজ্জামানের কাছে ৫০০ পিচ নেশাজাতীয় টেপেন্টাডল ট্যাবলেট পাওয়া গেছে। এই দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃর্থক মামলা করা হয়েছে।
Leave a Reply