কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে বিদ্যুৎ বিল ও টিওবয়েলের পানি খাওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে মারপিট ও দেবরের ছুরিকাঘাতে ভাবী রুপালী বেগম (৩৮) নিহত হয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার রাতে কাহালু পৌর সদরের পাল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। রূপালী বেগম পাল্লাপাড়া গ্রামের পলাশের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে বিদ্যুৎ বিল ও টিওবয়েলের পানি খাওয়া নিয়ে পাল্লাপাড়া গ্রামের মোঃ রাসেদের পুত্র মোজাম্মেল ও পলাশের পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ও রূপালী বেগমের তলপেটে ছুরিকাঘাটের ঘটনা ঘটে।
এই ঘটনায় রূপালী বেগম, পলাশ ও মোজাম্মেল আহত হন। তাদেরকে কাহালু হাসপাতালে ভর্তি করা হলে রূপালী বেগমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রূপালী রাত ১ টার দিকে মারা যান। এই ঘটনায় বুধবার থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ মোজাম্মেল (৩২), তার স্ত্রী আফরোজা (২৫) একই পরিবারের রাসেদ ও মরিয়মকে গ্রেফতার করা হয়েছে।
কাহালু থানার ওসি আব্দুল হান্নান জানান, এই ঘটনায় অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply