কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে পুকুরের মাছ চুরি রোধে দেওয়া বিদ্যুৎ তারের স্পর্শে আমজাদ হোসেন (৬০) নামের এক পাহারাদার মারা গেছে। গত শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
জানা গেছে, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সিঙ্গারপাড়া গ্রামের মাছচাষি জালাল উদ্দিনের একটি পুকুরের পাহারাদার ছিলেন। মাছ চুরি রোধে সেই পুকুরের চতুর্দিকে দেওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান আমজাদ হোসেন।
শনিবার সকালে স্থানীয়রা বিষয়টি জানার পর; থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আমজাদ উপজেলার উল্লিখিত গ্রামের মৃত আবেদ আলীর পুত্র।
পুলিশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আমজাদ হোসেন বিদ্যুৎস্পর্শে মারা গেছে। তারপরেও সকলের সন্দেহ দুর করতে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply