কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে স্বামী পরিত্যাক্তা রেজিয়া বেগম (৪০) নামের এক মহিলার লাশ নিশ্চিন্তপুর দামকুড়ি একটি পুকুর থেকে উদ্ধার করে। গত বুধবার সন্ধ্যায় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোট তৈরী করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। রেজিয়া বেগম বগুড়ার জেলা সদরের ফুলবাড়ি মৃত ইয়াকুব আলীর কন্যা। জানা গেছে রেজিয়া বেগমের এক বোনের মৃত্যুর পর কড়ই গকুল গ্রামের বাসিন্দা তার দুলাভাই মিয়াজানের সাথে তার বিয়ে হয়। ২/৩ মাস আগে তাকে তালাক দিলে সে অনেকটা মানুষিকভাবে ভেঙ্গে পড়েন। স্বামী পরিত্যাক্তা হওয়ার পর রেজিয়া তার আরেক দুলাভাই কড়ই গ্রামের বেলালুরের বাড়িতে থাকতেন। বেলালুর জানান, ঘটনার দিন বেলা ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে গিয়ে রেজিয়া আর ফিরে আসেনি। কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পাওয়ার পর পরই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আপাতত একটি ইউডি মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বোাঝা যাবে কিভাবে রেজিয়ার মৃত্যু হয়েছে।
Leave a Reply