কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত বুধবার সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা বাজারে পূর্ব শক্রুতার জেরে তিন যুবক প্রতিপক্ষের হাতে ছুরিকাঘাতে হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় মামলা হলে পুলিশ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। ছুরিকাঘাতে আহতরা হলেন কাহালুর অঘোর মালঞ্চা গ্রামের ইউনুছ আলীর পুত্র মোঃ লাম (১৬), রেজাউল করিমের পুত্র রাকিবুল ইসলাম (২২), আনিছুর রহমানের পুত্র বোরহান (১৬)।
এঘটনায় গ্রেফতারকৃতরা হলেন কাহালুর পাল্লাপাড়া গ্রামের মৃত রমজান আলীর পুত্র রিপন (৩৭), আঃ হাকিমের পুত্র রাকিবুল হাসান হাবিব (২০) আঃ রশিদের পুত্র আবু হুরায়রা (১৯), সেলিম শেখের পুত্র শাকিম শেখ (১৯)।
কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, আহত ও গ্রেফতারকৃতদের মধ্যে পূর্ব শক্রুতার জের ধরে এই ঘটনা ঘটে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com