কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে তালোড়া পৌরসভার মেয়র আমিনুল ইসলাম বকুলের প্রাইভেট কারের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামের যুবক নিহত হন। অভিযোগ উঠেছে এই দুর্ঘটনার বিষয়ে আইনগত কোন ব্যবস্থা না নিয়ে টাকার বিনিময়ে বিষয়টি মিমাংশা করা হয়েছে।
গত বৃহস্পতিবার ঈদের দিন রাত ১০ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার যোগারপাড়া আজাদ পেপার মিলের সন্নিকটে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল উপজেলার ভোলতা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।
পুলিশ জানায় সাইফুল দুপচাঁচিয়া থেকে বাড়িতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা পৌর মেয়র বকুলের গাড়ীর নিয়ন্ত্রণ হারালে এই সাইফুলের সাইকেলে ধাক্কা দিয়ে তার গাড়ী সড়ক থেকে প্রায় ১০ গজ দুরে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই সাইফুল মারা গেলে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। কেউ মামলা না করায় পরে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন মোবাইল ফোনে জানান, কাহালু থানার এস আই মহিউদ্দিনের উপস্থিতিতে বিষয়টি মিমাংশা করা হয়েছে। এই ঘটনায় ক্ষতিপূরুণ হিসেবে সাইফুলের স্ত্রীকে মেয়র বকুলের পক্ষ থেকে নগদ ১ লাখ টাকা দেওয়া হয়েছে এবং কুলখানির আগে আরও ২০ হাজার টাকা দেওয়া হবে। কাহালু থানার এস আই মহিউদ্দিন তার সামনে আপোষ-মিমাংশা হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
এব্যাপারে তালোড়া পৌরসভার মেয়র আমিনুল ইসলাম বকুলের মোবাইল ফোনে কথা বলার জন্য বার বার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনে কোন সংযোগ পাওয়া যায়নি।
কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করবেনা। যারফলে নিহতের পরিবার লিখিত দেওয়ার পর ময়না তদন্ত ছাড়াই লাশ দেওয়া হয়েছে।
Leave a Reply