কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব শেষ হয়েছে। গত বছর শারদীয় দূর্গোৎসবের সময় গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক অপশক্তি অপ্রীতিকর ঘটনা ঘটায়। যারফলে এবছর পূজা শুরুর আগে থেকেই উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্ক দৃষ্টি রাখে। যারফলে পূজা শুরু থেকে গত ৫ দিনে উপজেলার কোথাও পূজা মন্ডবে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে উপজেলার সকল মন্ডবে শারদীয় দূর্গোৎসব সম্পন্ন হয়েছে। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অঞ্জন কুমার জানান, পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে ৪ টা থেকে প্রতিমা বিসর্জনের কাজ শুরু করা হয়।
Leave a Reply