কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার কাহালু উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কাহালু থানা পুলিশ, পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সহধর্মণী শেখ ফজিলাতুন্নেছার ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসুচীর শুরুতে বঙ্গমাতার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠিত বঙ্গমাতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। আরও উপস্থিত ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com