কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাতদ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর শুরুতেই কাল ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়াম হলে বঙ্গবন্ধুর উপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। আরও বক্তব্য রাখেন কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com