কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল শনিবার সকাল সাড়ে টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার কালিয়ারপুকুর এলাকায় প্রাইভেট কার ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার জগদল গ্রামের তানছের আলী (৭৫), এর পুত্র টগর (৪৫), শিবরামপুর গ্রামের মফিজুল ইসলামের পুত্র আঃ রহমান (৩৮) ও প্রাইভেট কার চালক পতœীতলা উপজেলার গুচ্ছগ্রামের মান্নুর পুত্র সুমন (৩০)। কাহালু থানার এস আই নাজমুল হক জানান, একটি প্রাইভেট কারে দুর্ঘটনায় নিহত তানছের আলীকে ধামুরহাট থেকে চিকিৎসার জন্য বগুড়া পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো। বগুড়া থেকে দুপচাঁচিয়াগামী একটি মিনি ট্রাকের সাথে ঘটনাস্থলে ওই প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষ হলে কারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। ওই কারে থাকা নিহত তিনজন ও আহত দুজনকে কারের কিছু অংশ কেটে বের করা হয়। আহত আঃ রহমান ও মোঃ শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আঃ রহমান মারা যান। জানা গেছে আহত শাকিলের অবস্থাও আশঙ্কাজনক। এব্যাপারে কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, দুর্ঘটনার পর পরই ট্রাক ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাক এবং দুর্ঘটনায় কবলিত প্রাইভেট কার পুলিশি হেফাজতে রয়েছে। এঘটনায় আইগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply