কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল শনিবার বগুড়ার কাহালু উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে উপজেলা আবাসিক মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সবুজ কুমার বসাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি এ, কে, এম রেজাউল করিম তানসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রশিদ লালু, মোছাঃ রওশন আরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহমুদুল হাসান চৌধুরী। উল্লেখ্য যে, প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগিসহ মোট ৩৬ টি পশু-পাখির স্টল বসানো হয়েছে।
Leave a Reply