কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল সোমবার সকালে কাহালু উপজেলা অডিটোরিয়াম হলের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১ হাজার ৬০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ু উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুদ (সুমন), মোছা.আছমা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মো. আবিদুর রহমান, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply