কাহালু ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ৩ হাজার ৫২০ জন চাষিকে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ জুন) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব এই কৃষি প্রণোদনা প্রদানের উদ্বোধন করেন।
উপজেলা চত্বরে অনুষ্ঠিত কৃষি প্রণোদনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কৃষি পরিবারের শিক্ষার্থীবৃন্দ।
উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, কৃষি প্রণোদনা প্রদান ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি পরিবারের শিক্ষার্থী ও কৃষকের মাঝে ১ হাজারেরও বেশি বৃক্ষ চারা প্রদান করা হয়েছে।
Leave a Reply