কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত সোমবার সন্ধ্যায় বগুড়ার কাহালু উপজেলার এরুইল হাসান পেপার মিলের সামনে থেকে দেশীয় তৈরী এক নলা বন্দুক ১ টি ও বড় ১টি চাপাতিসহ মোঃ সাগর সরদার (১৯) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সাগর কাহালু উপজেলার সাতরুখা গ্রামের মোঃ জাহিদুর সরদারের পুত্র। কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাগরের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
Leave a Reply