কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে দুই বন্ধুর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ফারুক হোসেন (৩০) নামের একজন গুরুত্বরভাবে জখম হয়েছে। প্রথমে কাহালু হাসপাতালে নিয়ে গেলে গুরুত্বর জখম হওয়ায় তাকে বগুড়া সজিমেক হাসপাতালে স্থানান্তর করেন কর্মরত ডাক্তার।
গতকাল রোববার বিকেলে কাহালু তিনমাথা সদর ইউনিয়ন পরিষদের কাছে বাজারে প্রবেশ করার গলিতে এই ঘটনা ঘটে। কাহালু হাসপাতালে জরুরী বিভাগে ডিউটি ডাক্তার জানান, আহত ফারুককে এখানে বিকেল সাড়ে ৪ টার দিকে আনা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম কানের উপরের অংশের চামড়া ঝুলে গেছে। এছাড়াও বাম হাতে আরও দুটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। খুব বেশি রক্তক্ষরণ হওয়ার কারনে তাকে বগুড়া মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, ফারুক ও তার বন্ধু মেহেদী একসঙ্গে চলাফেরা করতো। ঘটনার সময় তাদের দুজনের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে এই ঘটনা ঘটে। কাহালু থানা পুলিশ জানান, মেহেদীর ধারালো অস্ত্রের আঘাতে ফারুক জখম হয়েছে। আহত ফারুক কাহালু পৌর সদরের পালপাড়ার আঃ জলিলের পুত্র এবং মেহেদী বানিয়াপাড়ার মোজাম্মেল কবিরাজের পুত্র।
পুলিশ জানান, এই ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com