কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু উপজেলার বরংগাশনি গ্রামের ময়েজের বাশঝাড়ে মিললো গলায় ফাঁস লাগানো রশিসহ জিসান (১২) নামের এক ৫ম শ্রেণির ছাত্রের লাশ। জিসান বরংগাশনি গ্রামের দক্ষিণপাড়ার আঃ রহিমের ছেলে। গতকাল শনিবার বিকেল ৪ টার দিকে সিএনজিতে করে জিসানের মরদেহ নিয়ে কাহালু থানায় এসে কান্নায় ভেঙ্গে পড়েন তাঁর মা নাসিমা বেগম। নাসিমা বেগম জানান, বেলা ১টার দিকে জিসান বাড়ির বাহিরে যায়। দুপুরে এক বাকপ্রতিবন্ধী ইশরায় নাসিমাকে দেখিয়ে দেয় ওই বাঁশঝাড়। সেখানে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো মাটিতে পড়ে থাকা জিসানের লাশ দেখে চিৎকার দেয় নাসিমা। চিৎকার শুনে গ্রামের লোকজন সেখানে গেলে জিসানের লাশ উদ্ধার করে প্রথমে কাহালু হাসপাতালে নেওয়া হয়। সেখানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর লাশটি থানায় নিয়ে গিয়ে পুলিশকে অবগত করলে বিষয়টি তদন্তে ঘটনাস্থলে যান পুলিশ। নাসিমার ধারনা তাঁর সন্তানকে দুঃস্কৃতকারীরা ফাঁস দিয়ে হত্যা করে বাঁশঝাড়ে লাশ ফেলে দিয়ে গেছে। কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন জানান, বিষয়টি প্রাথমিক তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply