কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত রোববার রাত ১১ টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বাখরা একটি বাঁশ ঝাড়ে টাকা দিয়ে জুয়া খেলার সময় জুয়া খেলার সরঞ্জাদী ও নগদ ১ হাজার ৯০০ টাকাসহ পুলিশ ৭ জুয়ারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া সদর উপজেলার চান্দাই গ্রামের জাহিদুর রহমানের পুত্র মোঃ সাব্বির (২২), তায়েব আলী ফকিরের পুত্র মোঃ হযরত আলী (২৬), মৃত বাবলু মিয়ার পুত্র আরিফুল ইসলাম (২৪), দেলোয়ার হোসেনের পুত্র মোঃ রায়হান (২৪), আলতাফ আলীর পুত্র মোঃ সাকিব হোসেন (২০), মোঃ তোতা মিয়ার পুত্র মোঃ সেলিম (২১), মোঃ হারেজ আলীর পুত্র মোঃ রিপন (৩২)।
কাহালু থানারর অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি জুয়ার মামলা করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com